Your Ads Here 100x100 |
---|
স্পোর্টস ডেস্ক:
এজবাস্টন টেস্টে ব্যাট হাতে হতাশ করলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ভারতের বিপক্ষে তৃতীয় দিনে প্রথম বলেই আউট হয়ে ক্যারিয়ারের এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছেন তিনি।
ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের শর্ট লেংথ ডেলিভারিতে ব্যাট ছুঁয়ে উইকেটকিপার ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন স্টোকস। এই নিয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ‘গোল্ডেন ডাক’ (প্রথম বলেই আউট) দেখলেন ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডার।
৩৪ বছর বয়সী স্টোকসের এটি ছিল ২০২তম ইনিংস। এর আগে তিনি ১৫ বার শূন্য রানে আউট হয়েছেন, তবে কখনোই প্রথম বলে আউট হননি। এর মধ্যে তিনবার তিনি ২ বলে এবং একবার ১৭ বলে শূন্য রানে ফিরেছিলেন।
মোহাম্মদ সিরাজ এদিন পরপর দুই বলে জো রুট এবং স্টোকসকে আউট করে ইংলিশ ব্যাটিং লাইনে বড় ধাক্কা দেন।
ভারতের বিপক্ষে টেস্টে স্টোকসের ব্যাটিং পরিসংখ্যানও খুব একটা উজ্জ্বল নয়। ৪৩ ইনিংসে তাঁর সংগ্রহ মাত্র ১,০২৫ রান, গড় ২৪.৪০—যা ভারতের বিপক্ষে এক হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে সর্বনিম্ন। ৩০-এর নিচে ব্যাটিং গড় রয়েছে শুধু তাঁরই।
স্টোকসের এই ব্যর্থতা নতুন করে প্রশ্ন তুলছে তাঁর ধারাবাহিকতা নিয়ে, বিশেষ করে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচগুলোতে।