27.2 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫

‘তৃতীয় বিয়ের প্রস্তুতি’ গুজব, হেসে উড়িয়ে দিলেন তানজিন তিশা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন  ডেস্কঃ


ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে নানা সময় বিভিন্ন গুজব ছড়ালেও, এবার যুক্তরাষ্ট্রের একটি টকশোতে ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

নিউইয়র্ক থেকে সম্প্রচারিত ‘ঠিকানা টিভি’-তে সম্প্রতি শুরু হয়েছে নতুন অনুষ্ঠান ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’, যেখানে সঞ্চালকের ভূমিকায় আছেন অভিনেতা জায়েদ খান। অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি হিসেবে হাজির ছিলেন তানজিন তিশা।

আলাপচারিতায় বিয়ে ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিশা বলেন, “আমি ঠিক করেছি, বিয়ের জন্য আরও পাঁচ বছর সময় নেব। তখন সংসার করব, মা হব। কাজের পাশাপাশি ব্যক্তিজীবনকেও গুরুত্ব দিতে হয়। এড়িয়ে যাওয়া যায় না।”

তাঁকে ঘিরে চলা গুজব প্রসঙ্গে জানতে চাইলে তিশা বলেন, “শুনেছি, আমার নাকি দুটো বিয়ে হয়েছে, তৃতীয় বিয়ের প্রস্তুতি চলছে! এমনকি একটা বেবি আছে, যাকে দাদির কাছে লুকিয়ে রেখেছি। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। ওই বেবিটা আমার না, সে আমার বোনের সন্তান। এসব শুনে আমরা পরিবারসহ অনেক হেসেছি।”

টকশোতে নিজের ব্যক্তিজীবন নিয়ে স্পষ্ট অবস্থান নেওয়ায়, ভক্তদের প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী। অনুষ্ঠানটি সম্প্রচারের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

- Advertisement -spot_img
সর্বশেষ

পুলিশকে অন্ধকার যুগে নিয়ে গেছেন শেখ হাসিনা

  খবরের দেশ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি সংকটে পড়েছে ফ্যাসিস্ট সরকারব্যবস্থার কারণে—এমন মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।...