Your Ads Here 100x100 |
---|
স্পোর্টস ডেস্কঃ
চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও, শেষ পর্যন্ত ভারত জাতীয় দলের সফরটি স্থগিত করা হয়েছে। শনিবার (৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ভারতের। আগেই গুঞ্জন ছিল যে, ভারত এবার আসছে না। আজ সেটিই নিশ্চিত হলো। নতুন সূচি অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারত।
বিসিসিআই জানিয়েছে, সফর স্থগিতের সিদ্ধান্ত দুই দেশের ক্রিকেট বোর্ডের পারস্পরিক আলোচনার মাধ্যমে নেওয়া হয়েছে। পরবর্তীতে বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হবে।
এর আগে প্রকাশিত প্রাথমিক সূচি অনুযায়ী, আগামী ১৩ আগস্ট ঢাকায় পৌঁছানোর কথা ছিল ভারতীয় দলের। এরপর ১৭ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হওয়ার কথা ছিল সিরিজ।
সফরটি স্থগিত হওয়ায় বাংলাদেশ দলের জন্য একটি গুরুত্বপূর্ণ হোম সিরিজ আপাতত পিছিয়ে গেল। এতে করে টিম ম্যানেজমেন্টকেও নতুন পরিকল্পনা সাজাতে হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও, ধারণা করা হচ্ছে—সূচি, সম্প্রচার স্বত্ব ও খেলোয়াড়দের ব্যস্ত সূচি—এসব কারণে সফরটি পেছানো হয়েছে।