Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ছয়জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে ২৩৯টি নমুনা পরীক্ষা করে ছয়জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। চলতি বছর এখন পর্যন্ত মোট ৯ হাজার ৯৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৬২৯ জন করোনায় আক্রান্ত।
দেশে করোনাভাইরাস শনাক্তের মোট সংখ্যা এখন ৬২৯ জন। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর, ১৮ মার্চ প্রথম মৃত্যু ঘটে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৩ জন। চলতি বছরে ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২.৫১ শতাংশ হিসেবে জানা গেছে। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩.০৪ শতাংশ। সুস্থতার হার ৯৮.৪১ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জনসাধারণকে সতর্ক থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। করোনা প্রতিরোধে টিকা গ্রহণ ও মাস্ক ব্যবহারে গুরুত্ব দিতে অনুরোধ করা হয়েছে।
সরকারি তৎপরতায় ধীরে ধীরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও, জনসাধারণকে সতর্ক থাকা জরুরি বলে বিশেষজ্ঞরা মনে করছেন।