31.4 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫

১২ দেশের ওপর নতুন শুল্ক নির্ধারণ করলেন ট্রাম্প

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১২টি দেশের ওপর নতুন শুল্ক হার নির্ধারণের জন্য একটি চিঠিতে স্বাক্ষর করেছেন। আগামী সোমবার (৭ জুলাই) এসব দেশের নাম ও শুল্ক হার সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

শুক্রবার (৪ জুলাই) নিউ জার্সিতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমি ১২টি দেশের জন্য বিভিন্ন হারে শুল্ক আরোপের চিঠি স্বাক্ষর করেছি। এটি ‘নাও অথবা ছেড়ে দাও’ ধরনের প্রস্তাব।’ তবে কোন দেশগুলো এ তালিকায় থাকবে, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি।

বিশ্বজুড়ে শুল্ক যুদ্ধ আর্থিক বাজারে ধাক্কা দিয়েছে এবং বিভিন্ন দেশের নীতিনির্ধারকদের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করেছে।

এপ্রিলে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, অধিকাংশ দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। কিছু দেশের ক্ষেত্রে শুল্ক হার ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। তবে পরবর্তীতে এসব শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছিল আলোচনা চালানোর সুযোগ হিসেবে। এই সময়সীমা ৯ জুলাই শেষ হচ্ছে।

শুক্রবার ভোরে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, শুল্ক হার ৭০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে এবং ১ আগস্ট থেকে এটি কার্যকর হবে। তিনি বলেন, ‘আমরা চুক্তি করতে চেয়েছিলাম, কিন্তু জাপান ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্যর্থতায় এখন চিঠি পাঠানোই ভালো।’

বিশ্লেষকরা মনে করছেন, ৭ জুলাই যেসব দেশগুলোকে চিঠি পাঠানো হবে, তা শুধু অর্থনৈতিক নয়, বিশ্ব কূটনীতিতেও বড় প্রভাব ফেলবে। পরবর্তী সময়ে ওই দেশগুলোর প্রতিক্রিয়া নজরকাড়া হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের দেশ ডেস্ক : বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর...