31.4 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫

‘কমিটি থেকে আমাকে বাদ দেওয়ার অনুরোধ রইল’ — এনসিপির তালিকায় নাম ওঠায় ক্ষোভ ব্যবসায়ীর

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

বিনা অনুমতিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জ জেলা সমন্বয় কমিটিতে নাম ওঠায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ছাদিম কাজী। তিনি বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, এনসিপির কমিটিতে কিভাবে আমার নাম এলো, তা জানি না।’

গোপালগঞ্জ সদরের ফকিরকান্দি এলাকার বাসিন্দা ছাদিম কাজী শনিবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লেখেন, ‘আমার অনুমতি ছাড়া আমাকে একটি রাজনৈতিক দলের কমিটিতে রাখা হয়েছে। এটি আমার ও আমার পরিবারের জন্য অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত। আমি এনসিপির কেউ না। তাই আমাকে দলটির কমিটি থেকে বাদ দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

জানা গেছে, ৩ জুলাই সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা স্বাক্ষরিত একটি প্যাডে গোপালগঞ্জ জেলা সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়। ছাদিম কাজীর নাম ছিল ওই কমিটির এক নম্বর সদস্য হিসেবে।

এ বিষয়ে ছাদিম বলেন, ‘কমিটির ব্যাপারে আমি কিছুই জানি না। ফেসবুকে কাগজ দেখে বিস্মিত হয়েছি। পরে প্রধান সমন্বয়কারী মো. আরিফুল দাড়িঁয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, পদত্যাগ করে স্ট্যাটাস দিতে।’

এ প্রসঙ্গে মো. আরিফুল দাড়িঁয়া বলেন, ‘ছাদিম কাজী আমাদের সঙ্গে আগে যোগাযোগ করেছিলেন, যুব কমিটিতে যুক্ত হতে চেয়েছিলেন। তাই তাকে জেলা কমিটিতে রাখা হয়েছে। এখন তিনি যদি থাকতে না চান, পদত্যাগ করলেই হবে।’

- Advertisement -spot_img
সর্বশেষ

সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ: নাহিদ ইসলাম

  খবরের দেশ ডেস্কঃ সীমান্তে বিএসএফের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন,...