Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে নতুন ইশতেহার ঘোষণার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “শুধু শেখ হাসিনার পতন নয়, রাজনৈতিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন দরকার। মাফিয়া ও দুর্নীতিবাজদের তৈরি সিস্টেম এখনো বদলায়নি।”
শনিবার বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে এনসিপির জেলা ইউনিটের আয়োজনে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “এখনো দেশে চাঁদাবাজি, সন্ত্রাসী, মাফিয়া সংস্কৃতি চলছে। এই পরিস্থিতিতে বিচার ও সাংবিধানিক সংস্কার ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। এবারের আন্দোলন নতুন বাংলাদেশ গঠনের।”
তিনি জানান, আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির পক্ষ থেকে বিচার সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে একটি নতুন ইশতেহার ঘোষণা করা হবে। সেই ইশতেহারে জয়পুরহাটসহ বিভিন্ন অঞ্চলের উন্নয়নের দিকনির্দেশনাও থাকবে।
পথসভায় জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীরের সভাপতিত্বে বক্তব্য দেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, “জুলাইয়ের এই পদযাত্রা বিচার ও রাষ্ট্র সংস্কারের তিনটি লক্ষ্য সামনে রেখে পরিচালিত হচ্ছে।”
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “যারা এই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা আসলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে।”
পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।