31.4 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫

দুধের ন্যায্য মূল্য নির্ধারণে জাতীয় নীতি জরুরি: ফরিদা আখতার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

দুধ উৎপাদনে বাংলাদেশের সম্ভাবনাময় খাত প্রাণিসম্পদ ও ডেইরি খাতে ন্যায্য মূল্য নিশ্চিত করতে একটি জাতীয় নীতি প্রণয়নের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

শনিবার (৫ জুলাই) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) ক্ষুদ্র খামারি সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “খামারিরা পরিশ্রম করে গরু পালন করছেন, কিন্তু ন্যায্য দাম পাচ্ছেন না। একই সঙ্গে গবাদিপশুর খাদ্যের মূল্যও বেড়েছে। টেকসই সমাধানে দরকার একটি জাতীয় নীতি, যা দুধের ন্যায্য মূল্য নির্ধারণ করবে এবং উৎপাদন খরচ কমাতে সহায়তা করবে।”

তিনি আরও জানান, সিরাজগঞ্জে দুধ সংগ্রহের জন্য চিলিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যাতে স্থানীয় খামারিরা সরাসরি উপকৃত হন।

খরচ কমাতে গবাদিপশুর জন্য ঘাসভিত্তিক খাদ্যের ব্যবহার বৃদ্ধির পরামর্শ দেন উপদেষ্টা। বলেন, “ঘাস চাষ বাড়ালে খাদ্য ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে।”

এছাড়া, সিরাজগঞ্জে খুরা রোগ প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম চালু হয়েছে জানিয়ে তিনি বলেন, এতে উৎপাদনশীলতা বাড়বে ও ক্ষতি কমবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, পরিচালক বেগম শামসুন্নাহার আহমদ এবং প্রকল্প পরিচালক ডা. মো. জসিম উদ্দিন।

খামারিদের পক্ষ থেকে বক্তব্য দেন মো. আব্দুল খালেক ফকির, মো. আব্দুল মতিন, জাকারিয়া জিহাদ ও ফারজানা মিমি।

- Advertisement -spot_img
সর্বশেষ

ছোটবেলার স্বপ্ন পূরণ

বিনোদন ডেস্ক : বছরটা আমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলা যায়। এ বছর কাজের পাশাপাশি ব্যক্তিজীবনেও এসেছে দারুণ...