27 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

খুলনায় ক্লাব দখল গনঅধিকার .; যুব অধিকারের মানববন্ধন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

খুলনা নগরের শান্তিধাম মোড় এলাকায় পঞ্চবীথি ক্রীড়া চক্রের কার্যালয় দখলের পর মাইক লাগিয়ে মানববন্ধন করেছেন গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেতা-কর্মীরা। সংগঠনটির মহানগর শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা পঞ্চবীথি ক্রীড়া চক্রের কার্যালয়ের তালা ভেঙে সেটি দখল করেন। এরপর ক্লাবের সাইনবোর্ড সরিয়ে সেখানে ‘গণ অধিকার পরিষদ, খুলনা মহানগর ও জেলা কার্যালয়’ লেখা একটি ব্যানার টাঙানো হয়। এই ঘটনায় নেতৃত্ব দেন মহানগর শাখার সাধারণ সম্পাদক শেখ রাশেদুল ইসলাম।
তবে এ বিষয়ে সমালোচনার মুখে পড়ে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি দ্রুত সিদ্ধান্ত নিয়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রাশেদুলকে দল থেকে অব্যাহতি দেয়।
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান এ বিষয়ে বলেন, “প্রতিষ্ঠার শুরু থেকেই গণ অধিকার পরিষদ সব সময় দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছে। দলের কেউ যদি এ ধরনের কাজে যুক্ত থাকে, তাকে দল কখনো প্রশ্রয় দেয় না। তাই গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের জন্য শেখ রাশেদুল ইসলামকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
অব্যাহতি পাওয়ার পরও অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন শেখ রাশেদুল ইসলাম। দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও খুলনার কুখ্যাত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বাংলাদেশ যুব অধিকার পরিষদ খুলনা মহানগরের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইজিদ হোসেন, বাগেরহাট জেলার সাবেক সভাপতি ফিরোজ আহমেদসহ নগরের বিভিন্ন থানার নেতা-কর্মীরা বক্তব্য দেন।
মানববন্ধনে সাংবাদিকদের সমালোচনা করে বক্তারা বলেন, “গণপূর্তের ভবনটিতে আমরা সব আইনগত প্রক্রিয়া অনুসরণ করে উঠেছি। সেখানে পঞ্চবীথি নামের একটি ভুঁইফোড় সংগঠন মাদক ও জুয়ার আড্ডা বসাত। তারা স্থানীয় বাসিন্দাদের অতিষ্ঠ করে তুলেছিল, তাই অভিযোগ পেয়ে আমরা তাদের উচ্ছেদ করেছি। কিন্তু কিছু ভুঁইফোড় নিউজপোর্টাল ও সাংবাদিকেরা ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। আমরা তাদের ধিক্কার জানাই।
শান্তিধাম মোড়ের ভবনটি মূলত গণপূর্ত বিভাগের একটি দ্বিতল ভবন। ভবনের দ্বিতীয় তলায় দীর্ঘ ১৪ বছর ধরে পঞ্চবীথি ক্রীড়া চক্রের কার্যক্রম চলছিল। ক্লাবটি গণপূর্ত বিভাগ থেকে বরাদ্দ নিয়েছিল। ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বলেন, “ক্লাবের সভাপতি বর্তমানে খুলনার বাইরে আছেন। তিনি ফিরলে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
ঘটনার সময় শেখ রাশেদুল ইসলাম এক ফেসবুক লাইভে দাবি করেন, “আমাদের কাছে বহুদিন ধরে অভিযোগ আসছিল যে, এখানে অবৈধ কার্যক্রম চলছে। তদন্ত করে জানতে পারি, ক্লাবটি অবৈধভাবে জায়গাটি দখল করে আছে। আমরা তাদের উচ্ছেদের জন্য বারবার বলেছি, কিন্তু তারা সরেনি। তাই আমরা স্থানীয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নিয়েছি। এখানে যেন কোনো অনৈতিক কার্যক্রম না হয়, সে জন্য আমরা পাহারায় থাকব।”
এ ঘটনায় স্থানীয় জনগণের প্রতিক্রিয়া মিশ্র। কেউ কেউ ক্লাবের বিরুদ্ধে অভিযোগ সমর্থন করলেও, অনেকেই দখল প্রক্রিয়াকে বেআইনি বলে উল্লেখ করেছেন। তবে এ বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

- Advertisement -spot_img
সর্বশেষ

আমির খানের নতুন প্রেমিকা কে?

তৃতীয় বিয়ের গুঞ্জন সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার জন্মদিন। বিশেষ এ...