Your Ads Here 100x100 |
---|
স্পোর্টস ডেস্কঃ
ঘূর্ণির ফাঁদে পড়ে কুপোকাত শ্রীলঙ্কা। তানভীর ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী ও মেহেদী হাসান মিরাজের স্পিন ত্রয়ে দুর্দশায় পড়েছে সফরকারীরা। ১৫৬ রানে ৭ উইকেট হারিয়ে বিপদে লঙ্কানরা। বাংলাদেশের স্পিনাররা নিয়েছেন ৭ উইকেটের মধ্যে ৬টিই।
ম্যাচের শুরুতেই স্বাগতিকদের এগিয়ে দেন পেসার তানজিম হাসান সাকিব। দ্বিতীয় ওভারেই তুলে নেন ওপেনার পাথুম নিসাঙ্কার উইকেট। এরপর শুরু হয় তানভীর ইসলামের ঘূর্ণি-জাদু। পরপর দুই ওভারে ফেরান নিশান মাদুশকা ও হাফসেঞ্চুরি তুলে নেওয়া কুশল মেন্ডিসকে।
লঙ্কানদের ক্যাপ্টেন চারিথ আসালাঙ্কাকে ফিরিয়ে দেন খণ্ডকালীন স্পিনার শামীম পাটোয়ারী। এরপর ওয়ানিন্দু হাসারাঙ্গাকে তানজিমের ক্যাচ বানিয়ে পাঁচ ম্যাচ পর বল হাতে সাফল্যের দেখা পান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
এর মাঝে আরও দুটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন তানভীর ইসলাম—কামিন্দু মেন্ডিস ও দুনিথ ওয়েলালাগে।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ৩৮ ওভারে লঙ্কানদের সংগ্রহ ১৭০/৭। জয়ের জন্য এখনও প্রয়োজন ৭২ বলে ৭৯ রান। অন্যদিকে সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশের দরকার মাত্র ৩ উইকেট।
স্পিনারদের এমন দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচে পরিষ্কারভাবে চালকের আসনে আছে বাংলাদেশ। এখন অপেক্ষা শুধু শেষ মুহূর্তের স্নায়ুর লড়াই পেরিয়ে কাঙ্ক্ষিত জয় তুলে নেওয়ার।