27.2 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫

‘ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় খুলতে দেওয়া হবে না’: হেফাজতের আমির

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ঢাকায় স্থাপনের উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, ‘মানবাধিকারের’ নামে আন্তর্জাতিক সংস্থাগুলো ইসলামি শরিয়াহ, পারিবারিক আইন এবং ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপের অপচেষ্টা করে। এই ধরনের হস্তক্ষেপ জাতীয় সার্বভৌমত্ব এবং ধর্মীয় অনুভূতির পরিপন্থি।

শনিবার বিকেলে ঢাকার বারিধারার জামিয়া মাদানিয়া মাদ্রাসা মিলনায়তনে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী আরও বলেন, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এখানকার সামাজিক, পারিবারিক ও ধর্মীয় কাঠামো ইসলামি মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত। জাতিসংঘের মতো সংস্থার অযাচিত হস্তক্ষেপ দেশের সংস্কৃতি ও নৈতিক ভিত্তিকে নষ্ট করতে পারে। এজন্য ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় খুলতে দেওয়া হবে না।

সভায় সভাপতিত্ব করেন হেফাজতের ঢাকা মহানগর সভাপতি ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ (মধুপুর), মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা মামুনুল হক, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি ফখরুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

- Advertisement -spot_img
সর্বশেষ

পুলিশকে অন্ধকার যুগে নিয়ে গেছেন শেখ হাসিনা

  খবরের দেশ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি সংকটে পড়েছে ফ্যাসিস্ট সরকারব্যবস্থার কারণে—এমন মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।...