Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
রাজধানীর মহাখালী এলাকার হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনালে হামলার ঘটনায় যুবদলের বহিষ্কৃত নেতা মনির হোসেনসহ ১২ জনকে খুঁজছে পুলিশ। ঘটনায় ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা হয়েছে এদের পরিচয়। তবে ফুটেজ প্রকাশের পরপরই অভিযুক্তরা আত্মগোপনে চলে যাওয়ায় গ্রেপ্তারে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল সরোয়ার জানান, অভিযুক্তরা বারবার অবস্থান পরিবর্তন করায় গ্রেপ্তার অভিযানে সময় লাগছে। তবে একাধিক দল কাজ করছে, শিগগিরই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
মঙ্গলবার রাতের ঘটনার পর বুধবার হোটেল কর্তৃপক্ষ বনানী থানায় একটি মামলা দায়ের করে। এতে মনির হোসেন (৪২), লিটন (৩০), হাসান (৩৫), সামু (৩২) ও জহির (৩০)-সহ মোট ১২ জনকে আসামি করা হয়।
মামলায় উল্লেখ করা হয়, ভিআইপি কক্ষ না পাওয়ায় মনক্ষুণ্ন হয়ে মনির পরদিন ২০-২৫ জন অনুসারী নিয়ে হোটেলে হামলা চালান। ভাঙচুর ও মারধরের পাশাপাশি ৭০ হাজার টাকা এবং আনুমানিক পাঁচ লাখ টাকার মদ-বিয়ার লুট করে নিয়ে যায় তারা।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, দুই নারী সিঁড়ি দিয়ে পালানোর সময় তাদের ওপর হামলা চালানো হয়। এক নারীকে ফেলে দেওয়া হয় সিঁড়িতে, অপরজনকে মারধর করা হয়।
এদিকে, যুবদল এক বিবৃতিতে মনির হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে।