Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি সংকটে পড়েছে ফ্যাসিস্ট সরকারব্যবস্থার কারণে—এমন মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁদের দাবি, গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীকে ‘অন্ধকার যুগে’ নিয়ে গেছেন এবং রাজনৈতিক স্বার্থে তাদের ব্যবহার করেছেন।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ পুলিশ সংস্কার : প্রেক্ষিত নাগরিক ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ দাবি উঠে আসে। বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সাবেক ডিআইজি ড. এম আকবর আলী।
আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত ডিআইজি ড. মো. মতিয়ার রহমান। স্বাগত বক্তব্য দেন সাবেক আইজিপি আশরাফুল হুদা। মুখ্য আলোচক ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
মাহমুদুর রহমান বলেন, ‘পুলিশের আজকের সংকটের জন্য দায়ী ফ্যাসিবাদী সরকারব্যবস্থা, যে শাসনব্যবস্থা জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে।’
সাবেক আইজিপি আশরাফুল হুদা বলেন, ‘পুলিশ খারাপ না, কিছু লোক খারাপ ছিল। এখন তাদের ভাবমূর্তি ফিরিয়ে আনতে হবে।’
অবসরপ্রাপ্ত বিচারপতি ফরিদ আহমেদ বলেন, ‘১৫ বছর পুলিশ শুধু একটি দলকে সেবা দিয়েছে, জনগণকে নয়।’
বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, ‘শেখ হাসিনা এই বাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। পুলিশকে রাজনৈতিক দমন-পীড়নের হাতিয়ার বানিয়েছেন।’
সবার মত, পুলিশকে জনবান্ধব করতে সংস্কার জরুরি এবং তা শুরু করতে হবে এখনই।