27.6 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

নৃবিজ্ঞান বিভাগে র‍্যাগিংয়ের অভিযোগ, আতঙ্কে নবীন শিক্ষার্থীরা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীরা র‍্যাগিং ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন। তারা জানিয়েছেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শুরু থেকেই পরিচয়ের আড়ালে শুরু হয় অপমানজনক আচরণ।

ভুক্তভোগীদের ভাষ্যমতে, সিনিয়ররা বিভিন্নভাবে মানসিকভাবে হেনস্তা করেছেন। কারো গায়ে জোর করে সিগারেট ধরিয়ে দেওয়া, সিনিয়র আপুকে প্রপোজ করতে বাধ্য করা, নির্জন স্থানে নিয়ে গিয়ে গালিগালাজ, ছবি তুলে রাখা—এসবই র‍্যাগিংয়ের অংশ ছিল। এক শিক্ষার্থী জানান, তাকে ‘তালতলা’ নামক স্থানে নিয়ে দীর্ঘ সময় আটকে রাখা হয়।

আরেক শিক্ষার্থী বিল্লাল হোসেন জানান, ওরিয়েন্টেশনে সিনিয়রদের আচরণের সমালোচনা করায় তাকে ১০ বার সালাম দিতে বাধ্য করা হয় এবং ক্লাসের দিন গালিগালাজ করা হয়।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন অরবিন্দু সরকার, মো. ওয়ালি উল্লাহ, রাফিও হাসান, তিশা মনি হৃদ, সাদিয়া সরকার ও মোন্তাসির বিল্লাহ।

তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন। যদিও প্রতিবেদকের হাতে থাকা একটি ১৩ মিনিটের অডিওতে অভিযোগের সত্যতা মিলেছে।

এ বিষয়ে বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন বলেন, প্রশাসনিক নীতিমালার আলোকে ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, বিষয়টি জানতে পেরেছি, একাডেমিক মিটিংয়ে তা উত্থাপন করবো।

- Advertisement -spot_img
সর্বশেষ

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে নৌবাহিনীর মেরিন ইঞ্জিনিয়ার নিহত

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে অসতর্কভাবে রেলগেট পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে নাছিম মাহমুদ জয় (৩২) নামের এক মেরিন...