Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ‘আমেরিকা পার্টি’ নামে নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
মাস্ক বলেন, “আজ ‘আমেরিকা পার্টি’র জন্ম হলো—আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে।”
এর একদিন আগে তিনি এক্স-এ একটি জরিপ চালান, যেখানে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্রে কি নতুন রাজনৈতিক দলের প্রয়োজন আছে? অধিকাংশ অনুসারী ‘হ্যাঁ’ বলায় মাস্ক পরদিন দল গঠনের ঘোষণা দেন।
এ ঘোষণাটি এল এমন এক সময়ে, যখন মাস্ক ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্পর্ক চরম তিক্ততায় পৌঁছেছে।
সম্প্রতি ট্রাম্প একটি বড় করছাড় ও ব্যয়বৃদ্ধির বিল সই করেন, যার তীব্র বিরোধিতা করেন মাস্ক। তিনি বলেন, “বাইডেন আমলে বাজেট ঘাটতি ছিল ২ ট্রিলিয়ন ডলার, ট্রাম্প সেটা বাড়িয়ে ২.৫ ট্রিলিয়নে নিয়ে গেছেন—এভাবে চললে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে।”
মাস্ক আরও বলেন, যেসব কংগ্রেস সদস্য এই বিলকে সমর্থন করেছেন, তাদের বিরুদ্ধে তিনি অর্থ ব্যয় করবেন। অন্যদিকে, ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, মাস্কের কোম্পানিগুলোর ভর্তুকি বন্ধ করে দেওয়া হতে পারে।
বিশ্লেষকদের মতে, মাস্কের নতুন দল আমেরিকার দ্বিদলীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে, যদিও রিপাবলিকান ও ডেমোক্রেটদের দীর্ঘস্থায়ী শক্তি ভাঙা সহজ নয়।