Your Ads Here 100x100 |
---|
হিলি প্রতিনিধি:
দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় গ্যাপ পদ্ধতিতে (GAP – Good Agricultural Practices) আম চাষ করে প্রথমবারের মতো বিদেশে আম রফতানি করে ইতিহাস গড়েছেন কৃষক নিরঞ্জন চন্দ্র রায়। হিলি পৌর শহরের গোহাড়া গ্রামের এই কৃষকের সাফল্যে আলোড়ন সৃষ্টি হয়েছে পুরো উপজেলায়।
উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধান ও সহযোগিতায় বারি-৪ জাতের ৪৫০ কেজি আম ইউরোপের একটি দেশে রফতানি করেছেন তিনি। গ্যাপ পদ্ধতির আওতায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, অন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প এবং ক্লাস্টার ডেমোনস্ট্রেশন ফর গ্যাপ স্ট্যান্ডার্ড অব ফ্রুটস প্রকল্পের সহায়তায় এক একর জমিতে বারি-৪, গৌরমতি ও আম্রপালি জাতের আম চাষ করেছেন নিরঞ্জন।

গ্যাপ বা ব্যাগিং পদ্ধতিতে আম চাষে কম বালাইনাশক ব্যবহার হয়, ফল হয় বিষমুক্ত, পরিচ্ছন্ন ও রফতানিযোগ্য। ফল পরিপক্ব হওয়ার সময় বিশেষ ধরনের ব্যাগ দিয়ে আম ঢেকে রাখা হয়, এতে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় এবং ফলের গুণগত মান উন্নত হয়।
নিরঞ্জন রায় বলেন, “গ্যাপ পদ্ধতি শেখার পর কৃষি অফিসের পরামর্শে আম বাগান গড়েছি। মাটি, পানি ও আমের এমআরএল টেস্ট করা হয়েছে। ফলন ভালো হয়েছে, আর এবার বিদেশে আম রফতানি করতে পেরে আমি খুবই গর্বিত।”
উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম জানান, “এই প্রথম হাকিমপুরে গ্যাপ পদ্ধতিতে আম রফতানি হয়েছে। এটি কৃষি ক্ষেত্রে একটি বড় অর্জন। ভবিষ্যতে এই মডেল অনুসরণ করে আরও কৃষক আম রফতানিতে এগিয়ে আসবে বলে আমরা আশা করি।”