28.2 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

২৫ বছর অভিনয়ের বাইরে, ভালো গল্পের অপেক্ষায় কিংবদন্তি অভিনেত্রী শবনম

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শবনম। প্রথম সিনেমা হারানো দিন (১৯৬১) দিয়েই বাজিমাত করেছিলেন। সেই সিনেমার জনপ্রিয় গান “আমি রূপনগরের রাজকনদেস্ক” আজও শ্রোতাদের মুখে মুখে ফেরে। এরপর পাকিস্তান ও বাংলাদেশ মিলিয়ে প্রায় ১৮৫টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

শবনম, যার প্রকৃত নাম ঝর্ণা বসাক, ১৯৪৬ সালের ১৭ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। ‘হারানো দিন’-এর পরিচালক মোস্তাফিজুর রহমানই তাকে ‘শবনম’ নামটি দেন, যার অর্থ—ফুলের ওপর শিশির বিন্দু।

তিনি ১৯৬২ সালে পাকিস্তানি সিনেমায় অভিষেক ঘটান ‘চান্দা’ ছবির মাধ্যমে। পরে পাক-সিনেমার জনপ্রিয় মুখ হয়ে ওঠেন এবং একমাত্র অভিনেত্রী হিসেবে ‘নিগার অ্যাওয়ার্ড’ জিতেছেন টানা ১৩ বার।

সত্তরের দশকে ললিউডের শীর্ষ তারকাদের একজন ছিলেন তিনি। নব্বই দশকের শেষ দিকে ঢাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

সবশেষ ১৯৯৯ সালে ‘আম্মাজান’ সিনেমায় অভিনয় করে ব্যাপক আলোচিত হন। এরপর দীর্ঘ ২৫ বছর আর অভিনয়ে দেখা যায়নি। শবনম বলেন, “ভালো চরিত্র বা গল্প না পাওয়ায় দূরে আছি, তবে অভিনয়ের ইচ্ছা এখনো আছে।”

তিনি আরও বলেন, “নিজের দেশে বড় কোনো পুরস্কার না পাওয়াটা দুঃখজনক। তবে অভিনয় জীবনে অনেক কিছু পেয়েছি, কোনো আক্ষেপ নেই।”

বর্তমানে তিনি ঢাকায় নিজ বাসায় থাকেন, গান শোনা, বই পড়া, সিনেমা দেখা আর বাজার করেই কাটে সময়। এখনো বাজারে গেলে লোকে বলে, “ওই যে আম্মাজান আসছেন।”

- Advertisement -spot_img
সর্বশেষ

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে নৌবাহিনীর মেরিন ইঞ্জিনিয়ার নিহত

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে অসতর্কভাবে রেলগেট পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে নাছিম মাহমুদ জয় (৩২) নামের এক মেরিন...