28.2 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

শবনম ফারিয়ার স্বপ্ন পূরণ, মুগ্ধ কোকোনাট হিলের সৌন্দর্যে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া এখন অভিনয়ে নিয়মিত নন, তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। বর্তমানে তিনি অবস্থান করছেন শ্রীলঙ্কার মিরিসার বিখ্যাত পর্যটন এলাকা কোকোনাট হিল-এ। সেখানকার মনোরম প্রকৃতির মাঝে ছুটি কাটাচ্ছেন এই অভিনেত্রী।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা একাধিক ছবিতে দেখা গেছে, সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে ফারিয়া হাস্যোজ্জ্বল ভঙ্গিমায় ক্যামেরাবন্দী হয়েছেন। কালো পোশাক আর কাঁধে ঝোলানো ছোট ব্যাগে তার লুক প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। ছবিগুলোতে ভক্তদের উচ্ছ্বসিত মন্তব্যে ভরে উঠেছে কমেন্ট বক্স। একজন লিখেছেন, ‘আমার প্রিয় অভিনেত্রী, আপনি এখন নাটকে কেন দেখা যায় না?’ আরেকজন লেখেন, ‘সুন্দর জায়গায় সুন্দর মেয়ে।’

ছবির ক্যাপশনে ফারিয়া লেখেন, ‘একটা স্বপ্নের জায়গা “কোকোনাট হিল, মিরিসা”—যেখানে আকাশ সোনালি আভায় জ্বলে উঠে, নারিকেল গাছেরা বাতাসে গোপন কথা বলে, আর সূর্য ধীরে ধীরে হারিয়ে যায় সেই অসীম নীলের মাঝে।’

এ ভ্রমণকে তিনি তার স্বপ্ন পূরণের অংশ বলে উল্লেখ করেছেন। লেখেন, ‘আরেকটা স্বপ্ন পূরণ হলো। তালিকা থেকে মুছে ফেলেছি ঠিকই, কিন্তু হৃদয়ে গেঁথে রইল চিরদিনের মতো।’

প্রসঙ্গত, শবনম ফারিয়া ‘দেবী’ সিনেমায় অনন্যা চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান। সম্প্রতি তিনি অভিনয়ে কিছুটা অনিয়মিত হলেও সোশ্যাল মিডিয়ায় ভ্রমণ, জীবনদর্শন ও সৌন্দর্যচর্চা নিয়ে নিজের ভাবনা শেয়ার করে থাকেন নিয়মিত।

- Advertisement -spot_img
সর্বশেষ

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে নৌবাহিনীর মেরিন ইঞ্জিনিয়ার নিহত

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে অসতর্কভাবে রেলগেট পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে নাছিম মাহমুদ জয় (৩২) নামের এক মেরিন...