27.6 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

ভুয়া অ্যাপের ফাঁদে বিপদে পড়ছেন অনেকেই, সুরক্ষায় যা করতেই হবে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

প্রযুক্তি ডেস্কঃ

স্মার্টফোন ছাড়া এখন জীবন যেন কল্পনাই করা যায় না। কিন্তু এই প্রয়োজনীয় ডিভাইসটিই অনেক সময় হয়ে উঠতে পারে বিপদের উৎস—বিশেষ করে ভুয়া ও ক্ষতিকর অ্যাপ ইনস্টল করলে। সম্প্রতি প্লে-স্টোর ও অ্যাপ স্টোরে এমন বেশ কিছু অ্যাপ চিহ্নিত হয়েছে, যেগুলো ব্যবহারকারীর ফোনে ম্যালওয়্যার ছড়িয়ে ব্যক্তিগত তথ্য চুরি করছে।

বিশেষজ্ঞরা বলছেন, ‘নকল টিকটক, হোয়াটসঅ্যাপ ক্লোন, স্টিকার মেকার, জিপিএস লোকেশন ফাইন্ডার, আর্ট ফিল্টার বা স্মার্ট কিউআর কোড ক্রিয়েটর’ ধরনের অ্যাপে সাবধান হওয়া জরুরি। এসব অ্যাপ ক্যামেরা, মাইক্রোফোন, কনট্যাক্ট লিস্ট এমনকি ব্যাংকিং তথ্যেও হাত দিতে পারে।

তাই নতুন কোনো অ্যাপ ইনস্টল করার আগে কিছু বিষয় খেয়াল রাখা খুব জরুরি:

  • ডেভেলপারের নাম ও পরিচিতি যাচাই করুন। নামি কোম্পানি ছাড়া অ্যাপ এড়িয়ে চলুন।

  • রিভিউ ও ডাউনলোড সংখ্যা পরীক্ষা করুন। কম রেটিং ও কম ডাউনলোড অ্যাপ ঝুঁকিপূর্ণ।

  • অ্যাপ যেসব অনুমতি চায়, তা খেয়াল করুন। অপ্রয়োজনীয়ভাবে ক্যামেরা, মাইক্রোফোন, লোকেশন চাইলে সাবধান হোন।

  • ভুয়া অ্যাপ চেনার চেষ্টা করুন। অনেক সময় আসল অ্যাপের মতো দেখতে ভুয়া অ্যাপ তৈরি করা হয়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—অপরিচিত বা অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল থেকে বিরত থাকা। নিজের ফোন ও তথ্য সুরক্ষিত রাখাই হবে প্রযুক্তি ব্যবহারের প্রথম শর্ত। প্রযুক্তিকে ব্যবহার করুন সুবিধার জন্য, বিপদের জন্য নয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে নৌবাহিনীর মেরিন ইঞ্জিনিয়ার নিহত

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে অসতর্কভাবে রেলগেট পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে নাছিম মাহমুদ জয় (৩২) নামের এক মেরিন...