28.2 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

টালিউডে কাজের সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ শ্রীলেখা মিত্রের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

টালিউডে সম্প্রতি ফেডারেশন ও পরিচালকদের দ্বন্দ্বের কারণে বেশ কিছু পরিচালক, প্রযোজক ও অভিনেতা কাজ হারানোর অভিযোগ তুলেছেন। এই পরিস্থিতির প্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী ও পরিচালক শ্রীলেখা মিত্র।

ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, ‘‘বছরের পর বছর আমি কাজ পাই না। কিন্তু কই, তা নিয়ে তো কারও কোনো মাথাব্যথা নেই।’’ তিনি জানান, দীর্ঘদিন ধরে কাজের সংকটে রয়েছেন এবং এর ফলে বাংলায় থাকার আগ্রহও হারিয়ে ফেলেছেন। মুম্বাইয়ে থাকার খরচ অত্যধিক হওয়ায় সেখানেও স্থায়ীভাবে থিতু হতে পারছেন না বলে জানান শ্রীলেখা।

সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর অভিনীত ছবি ‘মায়ানগর’ সম্পর্কে তিনি বলেন, ‘‘ছবিটি দর্শকদের প্রশংসা পেলেও প্রচারের অভাব ও হল না পাওয়ার কারণে বাণিজ্যিক সাফল্য অর্জন করতে পারেনি।’’ তিনি প্রশ্ন তোলেন, ‘‘আমার হয়ে কে কথা বলবে? এখানে তো কারও কোনো দায় নেই।’’

শ্রীলেখার অভিযোগ, ২০১৫ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তিনি বাংলা বিনোদন জগতে ‘স্বজনপোষণ’ নিয়ে কিছু উদাহরণ তুলে ধরেছিলেন এবং কিছু প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ করেছিলেন। এরপর থেকেই তাঁকে নিয়ে অনৈতিকতার অভিযোগ ওঠে এবং কাজে বিরতি আসে।

তিনি আরও বলেন, ‘‘সরকারবিরোধী মন্তব্যের কারণে বিজ্ঞাপনগুলির কাজও হারাতে হয়েছে। তবে মুম্বাইয়ে সুধীর মিশ্রের পরিচালনায় কাজ করার সুযোগ পেয়েছি, যা আমাকে সম্মান দিয়েছে।’’

শ্রীলেখা স্পষ্টভাবে জানিয়েছেন, ‘‘আমি যেমন আছি, তেমনই থাকব। অন্যায়ের সঙ্গে আপস করব না। একদিন আমি ফিরব, তবে আমার শর্তে।’’

- Advertisement -spot_img
সর্বশেষ

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে নৌবাহিনীর মেরিন ইঞ্জিনিয়ার নিহত

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে অসতর্কভাবে রেলগেট পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে নাছিম মাহমুদ জয় (৩২) নামের এক মেরিন...