27.6 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

‘ডিয়ার মা’–এর মতো বাস্তবেও মা হতে চান জয়া

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

দীর্ঘদিন ধরে সিঙ্গেল জীবনযাপন করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ভালোবেসে ১৯৯৮ সালে ফয়সাল আহসানকে বিয়ে করলেও, ২০১১ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। এরপর আর কোনো সম্পর্কে জড়াননি এই গুণী শিল্পী।

তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জয়া জানালেন, সন্তান দত্তক নিয়ে মা হওয়ার ইচ্ছা আছে তাঁর। ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয়া বলেন, ‘আমি সন্তান দত্তক নেওয়ায় বিশ্বাসী। আমি নিজেও চেষ্টা করেছিলাম। যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে একটি শিশু দত্তক নিতে চেয়েছিলাম। কিন্তু এর জন্য অনেক জটিল প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়।’

জয়া আরও জানান, তাঁর বোন কনা মাশউদ–এর সঙ্গেও যৌথভাবে সন্তান দত্তকের পরিকল্পনা করেছিলেন। তবে কিছু আইনি জটিলতার কারণে তা এখনও সম্ভব হয়নি।

‘ডিয়ার মা’ নামে একটি সিনেমার প্রচারে ব্যস্ত রয়েছেন জয়া আহসান। ছবিতে তুলে ধরা হয়েছে দত্তক সন্তান ও মায়ের সম্পর্কের আবেগময় রসায়ন। এই প্রসঙ্গে জয়া বলেন, ‘আমি সংবেদনশীল মানুষ। নিজেও মা হতে চাই। তাই চরিত্রটির সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পেরেছি।’

জয়া মত দেন, দম্পতিরা দ্বিতীয় বা তৃতীয় সন্তানের ক্ষেত্রে দত্তক নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন। এতে অনাথ শিশুরা একটি পরিবার ও নিরাপত্তা পায়।

ব্যক্তিগত জীবনে মা হওয়ার সিদ্ধান্ত তাঁর কাছে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সমাজের জন্য একটি ইতিবাচক বার্তা বলেও মন্তব্য করেন এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে নৌবাহিনীর মেরিন ইঞ্জিনিয়ার নিহত

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে অসতর্কভাবে রেলগেট পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে নাছিম মাহমুদ জয় (৩২) নামের এক মেরিন...