সত্যজিৎ রায়ের পরিচালনার প্রথম ছবি ” পথের পাঁচালী ” টাকার অভাবে স্যুটিং বন্ধ হয়ে গিয়েছিল – তারপর সত্যজিৎ রায় দিশেহারা যায়, জীবনের প্রথম ছবি বন্ধ হয় গেল। এখানে একটি বিষয় ছিলো এই ছবির সে নিজেই প্রযোজক ছিলেন।
তিনি কলকাতা থেকে বোম্বে চলে যান, হঠাৎ একদিন গান রেকোডিং স্টুডিওতে দেখা হয় – বিখ্যাত কন্ঠশিল্পী কিশোর কুমার এর সঙ্গে, কিশোর দা নিজেই সত্যজিৎ রায়কে জিঙ্গেস করেন, কি খবর সত্য দা আপনার “পথের পাঁচালী”র স্যুটিং কেমন চলছে – উত্তরে সত্যজিৎ বলেন দাদা স্যুটিং বন্ধ হয়ে গেছে।
কিশোর কুমার – বলেন কেনো – স্যুটিং বন্ধ কেনো – উত্তরে সত্যজিৎ রায় বলেন – দাদা টাকার অভাবে – তখন কিশোর দা বলেন – টাকা আমি দেবো – কতো লাগবে -স্যুটিং শুরু করে দিন – কিশোর কুমার ঐ দিনই টাকা দেন, সত্যজিৎ রায় আবার স্যুটিং শুরু করেন, ছবির স্যুটিং শেষ করে দ্রুত মুক্তি দেন -ছবি মুক্তি পাওয়ার পর সুপার ডুপার হিট হয় – তারপর টাকা নিয়ে গিয়ে কিশোর কুমার কে দিয়ে দেন -এই ছিলো সত্যজিৎ রায়ের ” পথের পাঁচালী”র গোপন কাহিনী – এই কথাটি একটি ইন্টারভিউতে – কিশোর কুমারের বড় ছেলে – অমিত কুমার বলেছেন -ধন্যবাদ দিয়ে আপনাকে কি আর বলবো, সত্য দা, আশির্বাদ করি উপর ওয়ালা যেন আপনাকে শান্তিতে রাখেন ।