32 C
Dhaka
সোমবার, জুলাই ২৮, ২০২৫

চীনের নদী পাহাড়া দিচ্ছে এ, আই মাছ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক :
চীনের নদী পাহাড়া দিচ্ছে AI মাছ। ভাবুন তো, নদীর পানির নিচে সাঁতরে বেড়াচ্ছে ছোট ছোট মাছ। কিন্তু ওগুলো আসলে মাছ নয়—রোবট! চীনে শুরু হয়েছে এক প্রযুক্তিগত বিপ্লব যেখানে বায়োনিক মাছ ব্যবহার করে বিশুদ্ধ করা হচ্ছে নদীর দূষিত পানি।
এই ছোট রোবট মাছগুলো দেখতে একদম আসল মাছের মতো। এগুলো বানিয়েছে চীনের উহান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। দৈর্ঘ্যে প্রায় ৫৩ সেন্টিমিটার, মাথা ও লেজে রয়েছে দুটি চলনক্ষম জয়েন্ট। এদের চলাফেরা, সাঁতার কাটা একেবারে জীবন্ত মাছের মতো। কিন্তু সবচেয়ে বিস্ময়কর দিক হলো, এরা কাজ করছে চীনের দীর্ঘতম নদী Yangtze River-এ পানির মান বিশ্লেষণ এবং দূষণ নিয়ন্ত্রণে।
এই বায়োনিক মাছগুলোর ভিতরে আছে স্মার্ট সেন্সর, LED আলো এবং AI সিস্টেম। তারা পানির pH, তাপমাত্রা, দ্রবীভূত অক্সিজেন, এমনকি রাসায়নিক দূষণের উপস্থিতি শনাক্ত করতে পারে। তারা পানির গভীরে গিয়ে নিজে থেকেই খুঁজে বের করে কোথায় দূষণ বেশি, কোথায় পানির মান খারাপ। তারপর সেই তথ্য পাঠিয়ে দেয় রিয়েল টাইমে গবেষকদের কাছে, যেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়।
- Advertisement -spot_img
সর্বশেষ

লাভ চাইলে ব্যবসা করুন রাজনীতি না , রাজনীতি তারাই করুন যারা মানুষের সেবা করতে চান : রিয়াদ

খবরের দেশ দেস্ক: গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার আবদুল রাজ্জাক সোলায়মান রিয়াদের পরিচয় ঘিরে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, তিনি...