32.5 C
Dhaka
শনিবার, জুলাই ১২, ২০২৫

তিশার গোপন সন্তানের গুঞ্জন: ‘বাচ্চা আমার হলে ২০ হাজার ডলার দেব’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

সম্প্রতি ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ টক শোতে মা হতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করে আলোচনায় আসেন অভিনেত্রী তানজিন তিশা। উপস্থাপক জায়েদ খানের প্রশ্নের জবাবে তিশা বলেন, “আই উইল বি আ মাদার। এর মধ্যে আমি বিয়ে করব। মা হবো।”

তবে এই বক্তব্যের পরই সামাজিক মাধ্যমে ঝড় ওঠে। প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর ফেসবুকে তিনটি শিশুর ছবি শেয়ার করে দাবি করেন, এটি তানজিন তিশার ‘গোপন’ সন্তানের ছবি। তিনি লেখেন, “তিশা মিডিয়ায় আসার আগেই বিয়ে করেছিলেন এবং তার একটি পুত্রসন্তান রয়েছে। সেই সন্তান ঢাকায় দাদির সঙ্গে থাকে।”

এই দাবির জবাবে তিশা শনিবার (৫ জুলাই) রাত ৮টায় নিজের ফেসবুকে কড়া প্রতিক্রিয়া জানান। লেখেন, “যারা আমার ভাগ্নে-ভাগ্নির ছবি নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে, তাদের বলছি—আমার যত লুকিয়ে রাখা বাচ্চা আছে, তাদের কেউ আমার কাছে পৌঁছে দিলে তাকে ২০,০০০ ডলার দেব।”

তিনি আরও বলেন, “যদি না পারো, তাহলে নিজের গালে নিজে জুতা মারো।”

তিশার এই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, “তানজিন তিশার এখনও তো বিয়েই হয়নি, তাহলে সন্তান আসবে কীভাবে?” কেউ আবার পুরো ঘটনাটিকেই ‘মিডিয়া ট্রায়াল’ হিসেবে দেখছেন।

তিশার বক্তব্য অনুযায়ী, ছবির শিশুগুলো তার ভাগ্নে-ভাগ্নি ছাড়া আর কেউ নয়। সন্তান সংক্রান্ত গুঞ্জনকে তিনি ভিত্তিহীন ও অশ্লীল অপপ্রচার বলে আখ্যা দিয়েছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

প্রধান উপদেষ্টা নিয়োগে দুই প্রস্তাব

খবরের দেশ ডেস্ক : নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে একমত বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ সব দল। কিন্তু প্রধান উপদেষ্টার...