Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
অবৈধ সম্পদের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ফেঁসেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উপপরিচালক (প্রশাসন) মো. সোহাগ মিয়া ও তার স্ত্রী ওয়াজেফু তাবাসসুম ঐশী।
দুদকের জনসংযোগ দপ্তর জানায়, বৃহস্পতিবার (৪ জুলাই) দুদকের সহকারী পরিচালক নুরুল ইসলাম বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ এজাহারটি দায়ের করেন।
এজাহারে বলা হয়, ২০২৪ সালের ১৯ মার্চ ঐশী দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ৬৩ লাখ ১১ হাজার ২২২ টাকার সঞ্চয়পত্রের তথ্য দেন। দাবি করেন, এসব অর্থ পেয়েছেন তার পিতা মো. ওয়াজেদ আলীর কাছ থেকে।
তবে দুদকের অনুসন্ধানে দেখা যায়, ওয়াজেদ আলী একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তিনি ফোরম্যান পদে চাকরি করে অবসরে যান এবং মোট ২৭ লাখ ৯৪ হাজার ৪৫১ টাকা পান। এই অর্থ থেকে কন্যাকে অনুদান, ঋণ বা দানের কোনো প্রমাণ মেলেনি।
ঐশী একজন গৃহিণী এবং তার নিজস্ব কোনো আয়ের উৎস নেই। ২০২২ সালে তিনি আয়কর নম্বর নিলেও কোনো রিটার্ন দাখিল করেননি।
দুদক মনে করে, স্বামী-স্ত্রী মিলে অবৈধ সম্পদ গোপন ও বৈধ করার চেষ্টা করেছেন। এ কারণে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা হয়েছে।