32.5 C
Dhaka
শনিবার, জুলাই ১২, ২০২৫

ইন্ডিয়ান স্টোরস বিডি: অনলাইনে শাড়ি বিক্রির নামে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকচক্র

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

সামাজিক যোগাযোগমাধ্যমে শাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করছে ইন্ডিয়ান স্টোরস বিডি নামের একটি অনলাইন পেজ। সুন্দর ছবি ও কম দামে শাড়ি দেওয়ার প্রলোভনে অনেকেই ওই পেজে অর্ডার করছেন, কিন্তু পণ্য না পেয়ে প্রতারণার শিকার হচ্ছেন তারা।

ভুক্তভোগীরা জানান, পেজে শাড়ির ছবি দেখে মেসেজ করলে প্রথমে দাম জানানো হয় এবং সঙ্গে সঙ্গে বুকিংয়ের জন্য অগ্রিম টাকা চাওয়া হয়। টাকা পাঠানোর পর গ্রাহককে জানানো হয়, ‘ডেলিভারি ২-৩ দিনের মধ্যে চলে যাবে’।

কিছুদিন পর গ্রাহকের সঙ্গে আবার যোগাযোগ করে বলা হয়, ‘ডেলিভারিম্যান ফোন করবেন, তিনি সিরিয়াল নম্বর চাইবেন।’ কিন্তু সিরিয়াল নম্বর দেওয়ার আগেই আরও টাকা দাবি করা হয়। কেউ কেউ সেই অতিরিক্ত টাকা পাঠালেও শেষ পর্যন্ত পণ্য পাননি। বরং পরে পেজটি গ্রাহকদের ব্লক করে দেয়।

পেজটির রিভিউ ও কমেন্ট ঘেঁটে দেখা গেছে, বেশিরভাগ ইতিবাচক মন্তব্যই সন্দেহজনক ও কৃত্রিম। এসব রিভিউ সম্ভবত নিজেরাই তৈরি করেছে পেজ কর্তৃপক্ষ, যাতে গ্রাহক সহজে বিশ্বাস করে।

অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে সতর্ক না হলে এ ধরনের প্রতারণার শিকার হওয়া খুব সহজ। সাইবার অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, আগে যাচাই না করে কোনো পেজে টাকা পাঠানো উচিত নয়। এমন ভুয়া পেজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।

- Advertisement -spot_img
সর্বশেষ

জ্বালানি সুইচ বন্ধ হওয়ায় আহমেদাবাদে বিধ্বস্ত হয় বোয়িং ড্রিমলাইনারের ইঞ্জিন

অনলাইন ডেস্ক : ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ বিধ্বস্তের প্রাথমিক...