Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে লাইন অব কন্ট্রোল (এলওসি) এলাকায় পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাতে ভারতের প্রায় ২৫০ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি। তবে ভারত সরকার এই ক্ষয়ক্ষতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার না করে বরং তা গোপন রাখার কৌশল নিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সামরিক সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন ৪ জন পাইলট, যার মধ্যে ৩ জন রাফাল পাইলট; ভারতীয় বিমানবাহিনীর (IAF) আরও ৭ জন সদস্য; ১০ ইনফ্যান্ট্রি ব্রিগেডের জি-টপ পোস্টের ৫ জন সেনা; ৯৩ ইনফ্যান্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টারের ৯ জন; এবং আদমপুর ঘাঁটির এস-৪০০ ইউনিটের ৫ জন অপারেটর।
প্রতিবেদন আরও জানায়, এসব নিহত সেনার পরিবারকে চাপে রাখা হচ্ছে যাতে তারা সামাজিক মাধ্যমে কোনো ছবি বা তথ্য প্রকাশ না করে। সরকার চায় না এই ক্ষয়ক্ষতির তথ্য জনগণের সামনে আসুক।
এদিকে ভারতীয় সামরিক ও কূটনৈতিক সূত্র বলছে, রাফাল জেট ও বিমানঘাঁটির ক্ষয়ক্ষতি স্বীকারে বাধ্য হয়েছেন কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা।
বিশেষজ্ঞদের মতে, তথ্য লুকিয়ে সম্মান প্রদানের মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে চাইছে ভারত সরকার। এতে যুদ্ধক্ষেত্রের পাশাপাশি তথ্যযুদ্ধেও চাপের মুখে পড়েছে নয়াদিল্লি।