26.5 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫

মেয়েকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার পর খালে ভাসিয়ে দিলেন বাবা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

কক্সবাজার প্রতিনিধি ,

কক্সবাজারের উখিয়ায় চার বছরের মেয়েকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার পর লাশ খালে ভাসিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে উপজেলার মনখালীর কোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তির নাম আমান উল্লাহ (৩৩)। নিহত কানিজ ফাতেমা তার মেয়ে।

খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ খাল থেকে কানিজ ফাতেমার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় শিশুটির মা জোসনা আকতার বাদী হয়ে আমান উল্লাহর বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, ‘আমান মাদকাসক্ত। স্ত্রীর সঙ্গে ঝগড়া একপর্যায়ে মেয়ে কানিজ ফাতেমাকে হাতুড়ি ও লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এতে তার মৃত্যু হয়। পরে মেয়ের লাশ পাশের খালে ভাসিয়ে দেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আমানকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। মাথা ও শরীরে আঘাতের চিহ্ন আছে। আজ সকালে আমানকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। সেখান থেকে কারাগারে পাঠিয়েছেন আদালত।’

নিহত শিশুটির মা জোসনা আকতার বলেন, ‘আমার স্বামী নিয়মিত মাদক সেবন করেন। এ কারণে জেলও খেটেছেন।’

- Advertisement -spot_img
সর্বশেষ

অন্যায়ের প্রতিবাদ করায় কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু...