Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
বলিউডের সুপারহিরো সিরিজ ‘কৃষ’ এর পরবর্তী অংশ নিয়ে ফ্যানদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। সুপারস্টার হৃতিক রোশন এবার ‘কৃষ ফোর’ ছবিতে ট্রিপল রোল করবেন বলে খবর পাওয়া গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ জানায়, এই ছবিতে হৃতিককে বিভিন্ন সময়সীমায় দেখতে পাওয়া যাবে। অর্থাৎ অতীত, বর্তমান ও ভবিষ্যত সময়ের গল্পের মাধ্যমে এগিয়ে যাবে ‘কৃষ ফোর’। তবে সিনেমাটি পারিবারিক আবেগ ও সম্পর্কের ওপর বিশেষভাবে গুরুত্ব দেবে।
এছাড়া, ‘কৃষ ফোর’-এ ‘কোয় মিল গায়া’ ছবির জনপ্রিয় চরিত্র ‘জাদু’র প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে। ‘কোয় মিল গায়া’ মুক্তির ২৩ বছর পর এই চরিত্রের ফেরার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন।
সেই সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া, প্রীতি জিনতা এবং প্রবীণ অভিনেত্রী রেখাকেও ছবিতে দেখা যেতে পারে।
চিত্রনাট্য উন্নয়নে হৃতিক নিজেই লেখক ও প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন। প্রথমবারের মতো পরিচালক হিসেবে নিজেই ‘কৃষ ফোর’ পরিচালনা করবেন হৃতিক।
সূত্রের খবর, ছবির শুটিং শুরু হতে পারে ২০২৬ সালের প্রথম দিকে। ‘কৃষ ফোর’ নিয়ে এখন থেকেই দর্শকদের আগ্রহ তুঙ্গে।