Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
সীমান্তে বিএসএফের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, সেই বাহাদুরির দিন শেষ।”
রোববার (৬ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ অভিযোগ করেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেনেড ও বোমা ব্যবহার করছে। তিনি বলেন, “আমরা আর এসব আগ্রাসন মেনে নেব না। সীমান্তে যদি আর কোনো ধরনের পাঁয়তারা কিংবা হত্যা চেষ্টা করা হয়, আমরা লং মার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত, আমরাই রক্ষা করব।”
নাহিদ ইসলাম জানান, ‘জুলাই অভ্যুত্থান’-এ শহীদদের আত্মত্যাগকে মর্যাদা দিতে নতুন বন্দোবস্তের মাধ্যমে সেই ইতিহাস প্রতিষ্ঠা করা হবে।
এদিন সকালে এনসিপির গাড়িবহর নওগাঁ থেকে রওনা হয়ে চাঁপাইনবাবগঞ্জে পৌঁছায়। ‘জুলাই অভ্যুত্থান’ স্মরণে ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র ষষ্ঠ দিনের কর্মসূচি ছিল এটি। শান্তিমোড় থেকে পদযাত্রা শুরু হয়ে নিমতলা, বড়ইন্দারা মোড় ও গাবতলা হয়ে শেষ হয় নবাবগঞ্জ সরকারি কলেজে।
পথসভায় আরও বক্তব্য রাখেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা। সভা শেষে গাড়িবহর রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়।