32.5 C
Dhaka
শনিবার, জুলাই ১২, ২০২৫

চুইংগাম চিবিয়ে বিতর্কে বিজয় সেতুপতির ছেলে সূর্য, মুখ খুললেন বিজয় নিজেই

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

দক্ষিণ ভারতের শক্তিশালী অভিনেতা বিজয় সেতুপতির ছেলে সূর্য সেতুপতি অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক করতে যাচ্ছেন। তবে সিনেমায় পা রাখার আগেই বিতর্কে জড়ালেন বিজয়পুত্র।

সম্প্রতি তার আসন্ন ছবি ‘ফিনিক্স’-এর এক প্রিমিয়ারে সূর্যকে বাবলগাম বা চুইংগাম চিবোতে দেখা যায়। ভক্তদের সঙ্গে কথা বলার সময় এমন আচরণকে অনেকেই ‘অহংকারপূর্ণ’ ও ‘অপেশাদার’ বলে মন্তব্য করেছেন। কেউ কেউ আবার সূর্যকে ‘নেপোটিজমের প্রতিচ্ছবি’ বলেও কটাক্ষ করেছেন।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ওই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিজয় সেতুপতি নাকি তা সরিয়ে ফেলতে অনেককে অনুরোধ করেছেন। এমনকি কারও কারও ওপর চাপও সৃষ্টি করেছেন বলে অভিযোগ উঠেছে।

তবে এই বিষয়ে শুক্রবার (৪ জুলাই) ‘ফিনিক্স’-এর প্রিমিয়ারে বিজয় সেতুপতি মুখ খুলেছেন। তিনি বলেন, “যদি এমন কিছু হয়ে থাকে, হয়তো তা অনিচ্ছাকৃতভাবে হয়েছে বা অন্য কেউ করেছে। যদি কারো এতে কষ্ট লেগে থাকে, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

প্রিমিয়ারে বিজয় ছেলেকে জড়িয়ে ধরেন এবং পরিচালক অনল আরাসুকে শুভেচ্ছা জানান।

‘ফিনিক্স’ মূলত একজন তরুণ কুস্তিগিরের সংগ্রামের গল্প, যিনি ক্ষমতালোভীদের বিরুদ্ধে দাঁড়ান। এতে আরও অভিনয় করেছেন ভারালক্ষ্মী শরৎকুমার, সম্পথ রাজ, দেবদর্শিনী প্রমুখ। এটি পরিচালনা করেছেন অনল আরাসু ও প্রযোজনা করেছেন রাজলক্ষ্মী অনল আরাসু।

- Advertisement -spot_img
সর্বশেষ

কোনো মতেই পিআর পদ্ধতি মানবে না বিএনপি

খবরের দেশ ডেস্ক : সালাহউদ্দিন আহমেদের সাক্ষাৎকার সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চকক্ষ কিংবা নিম্নকক্ষ নির্বাচন কোনো মতেই মানবে না...