Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ওয়াশিংটন সফরের ঠিক আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র ওমের দোস্ত্রি পদত্যাগ করেছেন। শনিবার (৫ জুলাই) বিকেলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো দোস্ত্রির পদত্যাগের খবর দেয়। পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি আসে।
বিবৃতিতে বলা হয়, ওমের দোস্ত্রি নতুন ক্যারিয়ার গড়ার উদ্দেশ্যে পদত্যাগ করেছেন এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এ সিদ্ধান্ত সম্পর্কে আগেই অবহিত করেছিলেন। তবে চ্যানেল ১৩-সহ ইসরায়েলের শীর্ষস্থানীয় একাধিক গণমাধ্যমে দাবি করা হয়েছে, নেতানিয়াহুর স্ত্রী সারাহ নেতানিয়াহুর সঙ্গে মতবিরোধের কারণেই তিনি হঠাৎ করে দায়িত্ব ছাড়েন।
টাইমস অব ইসরায়েল জানায়, সারাহ নেতানিয়াহুর অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ ও কর্তৃত্ববাদী আচরণের জেরেই দোস্ত্রি পদত্যাগে বাধ্য হন। তবে নেতানিয়াহুর কার্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এসব গুজবকে ‘গণমাধ্যমের ভিত্তিহীন জল্পনা’ বলে অভিহিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের দাবি, “ওমের দোস্ত্রির পদত্যাগ প্রধানমন্ত্রীর সঙ্গে পারস্পরিক আলোচনার ফল। এ সিদ্ধান্তে সারাহ নেতানিয়াহুর কোনো সম্পৃক্ততা নেই।”
জানা গেছে, দোস্ত্রির স্থলাভিষিক্ত হচ্ছেন জিভ অ্যাগমন, যিনি সারাহ নেতানিয়াহুর ঘনিষ্ঠ বলে পরিচিত।
উল্লেখ্য, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডক্টরেটধারী ওমের দোস্ত্রি একাধিক ডানপন্থী থিংক ট্যাংকে গবেষক হিসেবে কাজ করেছেন এবং ইসরায়েলি গণমাধ্যমে নিয়মিত কলাম লিখেছেন।