27.2 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

ট্রাম্পের কারণে পুরো বিশ্বব্যবস্থা পাল্টে যাচ্ছে

জনপ্রিয়

- Advertisement -
Your Ads Here
100x100

এখন সবকিছুই যেন ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে চলছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (দাভোস সম্মেলন) সাম্প্রতিক বৈঠকে তা স্পষ্ট হয়ে উঠেছে।

১৯৭০-এর দশক থেকে দাভোস সম্মেলন ছিল সেই আন্তর্জাতিক ব্যবস্থার অংশ, যা কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে উঠেছিল। এখানে বিশ্বের নেতারা জড়ো হয়ে জলবায়ু পরিবর্তন, বৈষম্যের বাড়বাড়ন্ত ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বড় সমস্যাগুলোর সমাধান খোঁজেন। এবারের ৫৫তম সম্মেলনও ছিল সেই ধারাবাহিকতার অংশ।

কিন্তু এবারের বৈঠক ছিল একদমই আলাদা। কারণ, সম্মেলনটি এমন এক সময়ে হয়েছে, যখন ট্রাম্প দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন। ট্রাম্পের এই ফিরে আসার মধ্য দিয়ে এমন এক যুগের সূচনা হলো, যেখানে বিশ্ব আর এক হয়ে বৈশ্বিক সমস্যার সমাধান করবে না। এখন আমরা এমন এক জগতে প্রবেশ করছি, যেখানে ভিন্ন ভিন্ন দেশ ভিন্ন ভিন্ন মতে চলবে। এতে একের পর এক সংকট দেখা দেবে এবং এক কথা বা প্রতীক একেক জায়গায় একেক অর্থ বহন করবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?

খবরের দেশ ডেস্ক : কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?  জুলাই গণঅভ্যুত্থানে শহিদ রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের...