- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্ক :
ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইয়েমেন বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ফলে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। রবিবার তিনি এই কথা জানান। খবর ইরনার।
ইয়াহিয়া সারি বলেন, তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দর যেটি ইসরায়েলের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর হিসেবে পরিচিত; এটি সকালে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।
মুখপাত্র জানান, এই ক্ষেপণাস্ত্র হামলা সম্পূর্ণ সফল হয়েছে, যার ফলে বিমানবন্দরের সব ফ্লাইট বন্ধ হয়ে যায় এবং তেল আবিবের বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়।
ইয়াহিয়া সারি আরো বলেন, যতদিন পর্যন্ত ইসরায়েল গাজায় আগ্রাসন এবং অবরোধ চালিয়ে যাবে, ইয়েমেন তার সামরিক অভিযান অব্যাহত রাখবে। তিনি জানান, ইয়েমেনি সশস্ত্র বাহিনী আগামী দিনগুলোর যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।
গত কয়েক মাস ধরে ইয়েমেন বেন গুরিয়ন বিমানবন্দরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।