- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
সরকার মব বন্ধের চেষ্টা না করে উল্টো আশকারা দিচ্ছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেছেন, আইনের শাসন কায়েম করতে ৮ আগস্ট সরকার গঠিত হয়েছিল। ৫ আগস্ট শেখ হাসিনা চলে গেলে তিন দিন দেশে সরকার ছিল না। এ তিন দিন কি দেশ চলে নাই? চলছে।
এ সময়ের মধ্যে আরেকটা সরকার আনার দরকার হলো কেন? দরকারটা এ কারণে যে, দেশে তারা একটা আইনের শাসন কায়েম করবে। একটা অথরিটি থাকবে। যে অথরিটি বলবে— এ কাজটা ঠিক, এটা করা যাবে, এটা যাবে না। কিন্তু এরা তো কিছুই বলে না।
যেটা করে সেটা মবের পক্ষে যায়। আশকারা দেওয়া হয়। সরকার আশকারা দিচ্ছে বলেই মব হচ্ছে।
সম্প্রতি এক টেলিভিশন টক শোতে তিনি এসব কথা বলেন।
পটিয়ার ঘটনা সামনে এনে মাসুদ কামাল আরো বলেন, পটিয়ায় একজন ছেলেকে পিটাতে পিটাতে থানা পর্যন্ত নিয়ে এনে বলল— সে ছাত্রলীগ, তাকে গ্রেপ্তার করতে হবে। ওসি বললেন— তার বিরুদ্ধে কোনো মামলা নেই, সে পটিয়ার ছেলেও না। এমনকি তার নিজের এলাকাতেও কোনো মামলা নেই। তাহলে তাকে গ্রেপ্তার করব কীসের ভিত্তিতে? তারাও বলছে— তার নামে কোনো মামলা নেই। এখন কথা হচ্ছে, মামলা না থাকলে গ্রেপ্তার করবে কেন?
তিনি আরো বলেন, ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠন।