27 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

বাজারে আসছে ক্যান্সারের টিকা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বহু বছরের গবেষণা ও নিরন্তর প্রচেষ্টার পর অবশেষে ক্যান্সার প্রতিরোধে একটি টিকা বাজারে আনতে যাচ্ছে রাশিয়া। দেশটির গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আলেক্সজান্ডার গিন্টসবার্গ জানিয়েছেন, এই টিকা মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষিত করবে, যা ক্যান্সারের কোষগুলোকে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম।

গিন্টসবার্গ জানান, টিকাটি ইতোমধ্যে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য জমা দেওয়া হয়েছে। অনুমোদন পেলে এটি ২০২৫ সালের সেপ্টেম্বরে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। পরীক্ষামূলক ব্যবহারে দেখা গেছে, এই ভ্যাকসিন টিউমারের বিকাশ এবং সম্ভাব্য মেটাস্টেসিসকে দমন করতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই টিকা ক্যান্সার চিকিৎসায় এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। তবে, এর ব্যাপক ব্যবহারের আগে আরও গবেষণা ও ক্লিনিক্যাল ট্রায়ালের প্রয়োজন রয়েছে। টিকাটির কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা সতর্কতার সাথে পরবর্তী ধাপগুলো সম্পন্ন করছেন।

এই টিকার সফল প্রয়োগ বিশ্বব্যাপী ক্যান্সার চিকিৎসায় নতুন আশার আলো জ্বালাতে পারে। তবে, চূড়ান্ত অনুমোদনের আগে বিজ্ঞানীরা আরও তথ্য সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

আমির খানের নতুন প্রেমিকা কে?

তৃতীয় বিয়ের গুঞ্জন সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার জন্মদিন। বিশেষ এ...