25.1 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫

অন্যায়ের প্রতিবাদ করায় কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু সায়েম আকন বলেছেন, সমাজে চলমান অনিয়ম আর অপরাধের বিরুদ্ধে সরব থাকার কারণে একটি চক্র তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণায় নেমেছে। সোমবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় রাজাপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে আবু সায়েম বলেন,
“দীর্ঘদিন ধরে মাদক, দখলবাজি, চাঁদাবাজি, দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমি প্রতিবাদ করে এসেছি। এই কারণে কিছু সুবিধাভোগী ব্যক্তি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি যখন তাদের অপকর্মের তথ্য তুলে ধরি, তখন থেকেই তারা আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য অপপ্রচার শুরু করেছে। এমনকি বিএনপির নাম ব্যবহার করে আওয়ামী ঘরানার কিছু ব্যক্তি দলীয় ভিতরেও বিভ্রান্তি ছড়াচ্ছে।”

তিনি আরও বলেন,
“বর্তমানে আমি ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছি। শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ম-শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করায় একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা চায় না বিদ্যালয়ের স্বচ্ছতা বজায় থাকুক। আমার পদকে ঘিরেও নানা গুজব ও ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে। যা মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি বলেন,
“আমাকে সামাজিকভাবে হেয় করে এবং রাজনৈতিকভাবে দুর্বল করে রাখার চেষ্টা চলছে। তবে আমি জনগণের পাশে আছি, থাকবো। আমার অবস্থান সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিল এবং থাকবে।”

সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এই অপপ্রচারের নিন্দা জানিয়ে আবু সায়েম আকনের পাশে থাকার ঘোষণা দেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

গুজরাটে মাহী নদীর সেতু ধসে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাট রাজ্যের ভদোদরা জেলায় মাহী নদীর ওপর নির্মিত একটি সেতুর একাংশ হঠাৎ ভেঙে পড়েছে। এতে এখন...