26.3 C
Dhaka
বুধবার, জুলাই ৩০, ২০২৫

এবার কুফাটা কেটে গেছে : জোকোভিচ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খেলাধুলা ডেস্ক :
কিংবদন্তি রজার ফেদেরারের বিপক্ষে বহুবারই জিতে ট্রফি উল্লাস করেছেন নোভাক জোকোভিচ। তবে সাবেক সুইজার‌ল্যান্ডের টেনিস তারকার উপস্থিতিতে কখনো ম্যাচ জিততে পারেননি পুরুষ এককে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লামের মালিক।
ফেদেরার গ্যালারিতে থাকলেই কি যেন হয় জোকোভিচের। ম্যাচ হেরে যান তিনি।
এবার সেই খরা কাটায় ‘মজা’ করতে ছাড়লেন না সার্বিয়ান তারকা। তিনি জানান, এবার কুফাটা কেটে গেছে। শেষ ষোলোর ম্যাচে প্রত্যাবর্তনের দুর্দান্ত এক গল্প লেখার পর এমনটিই জানিয়েছেন তিনি।
‘দশর্ক’ ফেদেরারকে নিয়ে হাসিমুখে জোকোভিচ বলেছেন, ‘সম্ভবত, এটাই প্রথম সে আমার খেলা গ্যালারিতে বসে দেখল এবং আমি জয় পেলাম।
এর আগে বেশ কবারই হেরেছি। তাই কুফাটা কাটাতে পেরে ভালো লাগছে। এখানে তাকে দেখতে পারাটা দুর্দান্ত, একজন চ্যাম্পিয়ন এবং যাকে আমি অনেক সম্মান করি। একসঙ্গে বহু বছর কোর্ট শেয়ার করেছি।
নিঃসন্দেহে, সবচেয়ে সফল এবং তার প্রিয় টুর্নামেন্টে তাকে দেখতে পেরে দারুণ লাগছে।’
গতকালও জোকোভিচকে হার চোখ রাঙাচ্ছিল। কেননা প্রথম সেটে ডি মিনাউরের কাছে ৬-১ ব্যবধানে উড়ে গিয়েছিলেন তিনি। পরের তিন সেটে সমান ৪-৬ সেটে জিতে শেষ আটে জায়গা করে নিলেও, চতুর্থ সেটে ৪-১ ব্যবধানে পিছিয়ে ছিলেন ৩৮ বছর বয়সী তারকা। ৩ ঘণ্টা ১৮ মিনিটের জয়ে এখন ফেদেরারের রেকর্ড স্পর্শ করার আরো কাছে তিনি।
আর তিন ম্যাচ জিতলেই ২০ গ্র্যান্ড স্লামজয়ীর পাশে বসবেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

খবরের দেশ ডেস্কঃ গণপূর্ত অধিদপ্তরের পাঁচ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের এক স্থপতিকে বরখাস্ত করা হয়েছে। বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায়...