- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্ক :
ঢাকাই শোবিজে একই নামের অনেকেই রয়েছেন, যার কারণে অনেক শিল্পীই বিভিন্ন সময়ে বিভ্রান্তিতে পড়েন। চিত্রনায়িকা মৌসুমী ভেবে অভিনেত্রী মৌসুমী হামিদকেও এমন বিভ্রান্তিতে পড়তে হয়েছে বলে জানান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মজার এই ঘটনাটি শেয়ার করেন মৌসুমী হামিদ। এমন বিভ্রান্তিকর পরিস্থিতি কিভাবে সামাল দিয়েছিলেন, শোনালেন সে গল্পও।
মৌসুমী হামিদ বলেন, ‘আমি একটা টেলিকম কম্পানির সঙ্গে একটি প্রগ্রামে কাজ করেছিলাম। তখন এক-দেড় ঘণ্টার সেই প্রগ্রামে বাইরে থেকে কল আসছিল। ওই প্রগ্রামের বেশির ভাগ কলার-ই কল করে জিজ্ঞাসা করেছে—সানি ভাই (ওমর সানী) কই, বাচ্চা-কাচ্চা ভালো আছে? প্রথমে বুঝতে পারিনি, কী করব আসলে!’
এরপর অভিনেত্রী বললেন, ‘দেখলাম, তিন-চারজন পর পর এটা করে ফেলেছে। না পেরে ভাবলাম কথা বলেই যাই।
তাদের মনে দুঃখ-কষ্ট দিয়ে লাভ কী। পরে বললাম, সানি ভাই ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, সানি ভাই ভালো আছে, বাচ্চারাও ভালো আছে।’
প্রসঙ্গত, ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা মৌসুমী ও চিত্রনায়ক ওমর সানী তাদের দাম্পত্য জীবনের ৩০ বছর পাড়ি দিয়েছেন। আনুষ্ঠিকভাবে ২ আগস্ট ১৯৯৫ সালে ঘটা করে বিয়ে করেন এই তারকা যুগল।
তাদের সংসারে দুই সন্তান রয়েছে, ছেলে ফারদিন এহসান স্বাধীন এবং মেয়ে ফাইজা।
অন্যদিকে মৌসুমী হামিদ একজন মডেল ও অভিনেত্রী। ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন। এরপর বিজ্ঞাপনসহ অসংখ্য নাটকে অভিনয় করেছেন। তাকে দেখা গেছে সিনেমাতেও।