- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
এরশাদ আমলে ট্যাগ পেয়েছিলাম “বাম প্রগতিশীল”, খালেদা জিয়ার আমলে “বাকশালী”, শেখ হাসিনার আমলে “আমাদের লোক না’, বিএনপি-জামাত”। সম্প্রতি আনিস আলমগির তার নিজের ফেসবুকে এই কথাগুলি লিখেন। আনিস আলমগির আরও লিখেন-
এখন ইউনূসের আমলে—
“স্বৈরাচারের দোসর”, “ফ্যাসিস্ট”, “আফসোস লীগ”- বানানোর চেষ্টা হয়েছে অনেকদিন। কোনো এভিডেন্স পাওয়া যাচ্ছিল না। কিন্তু যেহেতু মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা আছে কথাবার্তায়, ফলে একটা মোক্ষম টাইটেল পাওয়া গেছে— “সফট আওয়ামী লীগার!”
বসে বসে, একটা লেমনড মিন্ট স্মুদিতে চুমুক দিতে দিতে চিন্তা করছি— এই সরকার বদলালে আমার নতুন ট্যাগ কী হবে? “নব্য ফ্যাসো-ডেমোক্র্যাট?”