26.3 C
Dhaka
বুধবার, জুলাই ৩০, ২০২৫

টেক্সাসে প্রবল বন্যা , মৃত্যু ১০০

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় সোমবার (৭ জুলাই) মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। উদ্ধারকারী দল পানির স্রোতে ভেসে যাওয়া লোকজনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত শুক্রবার টেক্সাসের স্যান অ্যান্টনিও শহরে প্রবল বৃষ্টিপাতের ফলে গুয়াদালুপ নদীর পানি বিপৎসীমার ওপরে উঠে বন্যা সৃষ্টি হয়। খবর সিবিসি নিউজের।
বন্যায় কের কাউন্টির নদী তীরবর্তী গ্রীষ্মকালীন ক্যাম্প মিস্টিক প্লাবিত হয়ে যায়, যেখানে অন্তত ২৭ জন মেয়েসহ তত্ত্বাবধায়করা প্রাণ হারিয়েছেন।
আবহাওয়াবিদরা আরও বন্যার আশঙ্কা করছেন এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার কাজ করা কঠিন হয়ে পড়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবার টেক্সাস সফর করবেন। এদিকে, আবহাওয়া সংস্থার বাজেট কাটছাঁটের কারণে সতর্কতামূলক ব্যবস্থা দুর্বল হওয়া নিয়ে যে সমালোচনা উঠেছে, তা প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস।
বিস্ফোরক এই বন্যা শুক্রবার ভোরে ঘটে, যখন মাত্র ৪৫ মিনিটে গুয়াদালুপ নদীর পানি ২৬ ফুট (৮ মিটার) পর্যন্ত বেড়ে যায়। বন্যার সময় ক্যাম্প মিস্টিকের বেশিরভাগ শিশু ঘুমিয়ে ছিল। ক্যাম্পে তখন আনুমানিক ৭৫০ জন মেয়ে ছিল, যাদের অধিকাংশকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছিল।
- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

খবরের দেশ ডেস্কঃ গণপূর্ত অধিদপ্তরের পাঁচ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের এক স্থপতিকে বরখাস্ত করা হয়েছে। বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায়...