26.6 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫

ট্রাম্পের শুল্ক হুমকিতে ইয়েনের পতন, ঊর্ধ্বমুখী অস্ট্রেলিয়ান ডলার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫% শুল্ক আরোপের ঘোষণা পুনর্ব্যক্ত করায় মঙ্গলবার এশিয়ার মুদ্রাবাজারে অস্থিরতা দেখা দেয়। এতে ইয়েনের মান হ্রাস পায়, বিপরীতে অস্ট্রেলিয়ান ডলার শক্তিশালী হয়ে উঠে।

মঙ্গলবার ইয়েন ডলারের বিপরীতে দুই সপ্তাহের সর্বনিম্ন ১৪৬.৪৪-এ নেমে আসে, যদিও পরবর্তীতে কিছুটা ঘুরে দাঁড়ায়। ইউরোর বিপরীতে ইয়েন এক বছরের সর্বনিম্ন এবং পাউন্ডের বিপরীতে আট মাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা অব্যাহত থাকবে। তবে ২০ জুলাইয়ের আপার হাউস নির্বাচন সামনে রেখে চুক্তি চূড়ান্ত করা এই মাসে সম্ভব নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে দক্ষিণ কোরিয়ার ওয়ন ০.৭% বেড়ে দাঁড়ায় ১,৩৬৬.৩৫ ডলারে, সোমবারের ১% পতনের পর।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক (RBA) সুদের হার ৩.৮৫% অপরিবর্তিত রাখায় বাজারে চমক সৃষ্টি করে। এতে অস্ট্রেলিয়ান ডলার ০.৭৫% বেড়ে দাঁড়ায় $০.৬৫৪১। বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতি সংক্রান্ত আরও তথ্য জানার পর RBA আগস্টে হার কমাতে পারে।

ইউরো ০.২৭% বেড়ে দাঁড়ায় $১.১৭৪০ এবং পাউন্ড ০.২৬% বেড়ে $১.৩৬৩৭৫-এ পৌঁছায়। মার্কিন ডলার সূচক ৯৭.২৯ অবস্থানে স্থিতিশীল ছিল।

চীনা ইয়ুয়ানও ট্রাম্পের শুল্ক উদ্বেগে পতনের মুখে পড়ে, তবে রাষ্ট্রীয় ব্যাংকের হস্তক্ষেপে তা সামাল পায়।

সূত্রঃ রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমানটি লেমুর নেভাল এয়ার স্টেশনের কাছে ভেঙে পড়ে। তবে পাইলট...