26.3 C
Dhaka
বুধবার, জুলাই ৩০, ২০২৫

ট্রাম্পের শুল্ক যুদ্ধ: বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন বাণিজ্য নীতি বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। ২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর থেকে ধারাবাহিকভাবে শুল্ক আরোপের ঘোষণা এবং বাস্তবায়নে বাজারে অনিশ্চয়তা বেড়েই চলেছে।

ফেব্রুয়ারির শুরুতেই ট্রাম্প মেক্সিকো, কানাডা ও চীনের পণ্যে শুল্ক আরোপ করেন। এরপর একাধিক দফায় এই হার বাড়ে। মার্চে চীনা পণ্যে ফেন্টানিল সংশ্লিষ্ট কারণে শুল্ক ২০% করা হয়। এপ্রিলে প্রায় সব আমদানির ওপর ১০% হারে ‘বেসলাইন ট্যারিফ’ চালু করা হয়, যা পরে ২৫%–৫০% পর্যন্ত বৃদ্ধি পায়।

সবচেয়ে বিতর্কিত পদক্ষেপ ছিল মে মাসে বিদেশি সিনেমার ওপর ১০০% শুল্ক এবং ব্রিটেনের সঙ্গে সীমিত চুক্তি সত্ত্বেও ব্রিটিশ গাড়িতে উচ্চ শুল্ক বহাল রাখা। পাশাপাশি চীনের সঙ্গে সাময়িকভাবে শুল্ক হ্রাস চুক্তিও হয়।

জুলাইয়ের শুরুতে ট্রাম্প ঘোষণা দেন, ভিয়েতনাম ও ব্রিকসভুক্ত দেশগুলোর ওপর অতিরিক্ত ১০–৪০% শুল্ক কার্যকর হবে ১ আগস্ট থেকে। ইতোমধ্যে ১৪টি দেশে চিঠি পাঠিয়ে তিনি এ ঘোষণা দেন।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এ ধরনের একতরফা শুল্ক আরোপ বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে হুমকির মুখে ফেলেছে।

 সূত্রঃ রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

খবরের দেশ ডেস্কঃ গণপূর্ত অধিদপ্তরের পাঁচ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের এক স্থপতিকে বরখাস্ত করা হয়েছে। বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায়...