26.3 C
Dhaka
বুধবার, জুলাই ৩০, ২০২৫

মিয়ানমারের যুদ্ধ ঘিরে চীনের হুমকি, বিপদে ভারী রেয়ার আর্থ সরবরাহ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

বিশ্বের ভারী রেয়ার আর্থ সরবরাহ এখন মিয়ানমারের উত্তরের এক যুদ্ধে আটকে পড়েছে। কাচিন স্বাধীনতা বাহিনী (KIA) ডিসেম্বর থেকে চীনের সমর্থিত সামরিক জান্তার সঙ্গে লড়াই করছে কৌশলগত শহর ভামো দখলের জন্য। এই এলাকা থেকেই বিশ্বে উৎপাদিত ভারী রেয়ার আর্থের প্রায় অর্ধেক উত্তোলন করা হয়।

এই খনিজ চীন প্রক্রিয়াজাত করে ইলেকট্রনিক যানবাহন ও উইন্ড টারবাইনে ব্যবহৃত চুম্বকে রূপান্তর করে। কিন্তু এবার চীন জানিয়েছে, ভামোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালালে KIA-এর এলাকা থেকে রেয়ার আর্থ কেনা বন্ধ করে দেবে।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এক KIA কর্মকর্তা জানান, মে মাসে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এই হুমকি দেন। যদিও তারা সম্ভাব্য বাণিজ্য সুবিধার লোভও দেখিয়েছেন।

ভামোর নিয়ন্ত্রণ নিয়ে লড়াইয়ের কারণে খনন ও রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়েছে। চলতি বছরের প্রথম পাঁচ মাসে চীনে রপ্তানি প্রায় ৫০% কমেছে।

বিশ্লেষকরা বলছেন, চীনের এই কৌশল জান্তাকে টিকিয়ে রাখতে সহায়তা করছে। কিন্তু KIA মনে করে, তারা ভামো দখল করলে চীন বাধ্য হবে তাদের সঙ্গে সমঝোতায় আসতে।

বিশ্ব বাজারে সরবরাহ ব্যাহত হলে ভারী রেয়ার আর্থের দাম ব্যাপক হারে বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

 সূত্রঃ রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

খবরের দেশ ডেস্কঃ গণপূর্ত অধিদপ্তরের পাঁচ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের এক স্থপতিকে বরখাস্ত করা হয়েছে। বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায়...