Your Ads Here 100x100 |
---|
ভোলা প্রতিনিধিঃ
ভোলার সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের চরকালি এলাকায় যৌথ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও চাইনিজ কুড়ালসহ আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (৭ জুলাই) দিবাগত রাতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ঢাকার শেরেবাংলা থানা স্বেচ্ছাসেবক লীগের নেতা মো. উজ্জল হোসেন (৪২), চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রিয়াজ মাতাব্বর (৫৫) এবং একই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. নিজাম মুন্সি (৫২)।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ মঙ্গলবার (৮ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টায় বড় চরসামাইয়া ও চরকালি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তাদের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুটি তাজা কার্তুজ ও পাঁচটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ভোলা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও জানান, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।