Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫ এর বিভিন্ন পর্বে অশ্লীলতা, সামাজিক অবক্ষয় ও নৈতিক বিচ্যুতির অভিযোগে নাটকের নির্মাতা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশে নির্মাতা কাজল আরেফিন অমি, অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা ও বুম ফিল্মস প্রোডাকশন হাউজকে বিবাদী করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মহি উদ্দিন এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এবং বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫ এর ১ থেকে ৮ পর্বের সংলাপে ‘ডেট’, ‘উনিশ/বিশ’, ‘টাকা হলে শিশা খেতাম’, ‘বাঙালি পোশাক লুঙ্গি’সহ এমন অনেক কথাবার্তা রয়েছে যা নৈতিকতার পরিপন্থী এবং কিশোর ও তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
এছাড়াও ‘ফিমেল’, ‘কিডনি’, ‘দই’ ইত্যাদি সংলাপ সামাজিক শালীনতা ও পারিবারিক রুচি ভঙ্গ করছে এবং নারীদের প্রতি অবমাননাকর ভাষা ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়।
আইনজীবী মহি উদ্দিন বলেন, ‘জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ এবং অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ অনুযায়ী শিশু ও কিশোরদের মানসিক বিকাশে ক্ষতিকর এমন কনটেন্ট প্রচার অবৈধ। তবে এই নাটকের সংলাপগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যা তরুণ প্রজন্মের ভাষা ও আচরণে নেতিবাচক প্রভাব ফেলছে।’
নোটিশে ৭ কার্যদিবসের মধ্যে বিতর্কিত সংলাপ ও ভিডিও অনলাইন থেকে সরানোর আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেয়া হয়েছে।