Your Ads Here 100x100 |
---|
স্পোর্টস ডেস্কঃ
কর্পোরেট প্রতিষ্ঠানগুলো প্রচারণায় কোটি কোটি টাকা ঢাললেও ২০১৪ সালের ৮ জুলাই ‘সেভেন আপ’ নামের কোমল পানীয়ের সবচেয়ে স্মরণীয় মার্কেটিং হয় একেবারেই অন্য রকমভাবে। ব্রাজিল আর জার্মানির জাতীয় ফুটবল দলের ম্যাচের নাটকীয়তায় বিশ্বজুড়ে ‘সেভেন আপ’ হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু।
ব্রাজিলের বেলো হরিজন্তে মিনেইরো স্টেডিয়ামে সেই ঐতিহাসিক সেমিফাইনালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে জার্মানি ৭-১ গোলে পরাজিত করে ফুটবল ইতিহাসে অমর হয়ে যায়। ‘সেভেন আপ’ নামের প্রতীকী মানে ফুটবল মাঠে ‘সাত গোল’ দিয়ে ব্রাজিলের হারকে সবাই মনে রাখে।
ম্যাচের শুরুতেই থমাস মুলারের গোলের পর মাত্র সাত মিনিটে চার গোল খেয়ে ব্রাজিলের সমর্থকরা স্তব্ধ। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করায় জার্মানির জয় নিশ্চিত হয়। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের কান্নার ছবি ও ফুটবলপ্রেমীদের হতাশার মুখমণ্ডল অনুপ্রেরণা হয়ে ওঠে অনেকে ‘সেভেন আপ’ ব্র্যান্ডটিকে নতুন মাত্রায় পৌঁছে দেয়।
জার্মানির এই ঐতিহাসিক জয়ে ‘সেভেন আপ’ হয়ে ওঠে বিশ্বব্যাপী সাড়া জাগানো ট্রেন্ড। বিশেষ করে বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকরা ব্রাজিলকে কটাক্ষ করতে ‘সেভেন আপ’ ট্রল হিসেবে ব্যবহার করে আসছেন।
ফুটবল যতদিন মানুষের প্রাণের স্পন্দন, ‘সেভেন আপের’ সেই অসাধারণ মার্কেটিং ইতিহাসও ততদিন স্মরণীয় হয়ে থাকবে।