26.3 C
Dhaka
বুধবার, জুলাই ৩০, ২০২৫

মার্ভেল থেকে ‘জুরাসিক ওয়ার্ল্ড’, স্কারলেটের আয় রেকর্ড ভেঙেছে সবকে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

বিশ্ববাজারে বক্স অফিস আয়ের দিক থেকে নতুন মাইলফলক স্থাপন করেছেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। তাঁর অভিনীত ছবিগুলোর সম্মিলিত আয় এখন দাঁড়িয়েছে ১৪.৮ বিলিয়ন মার্কিন ডলারে। মার্কিন বিনোদন মাধ্যম দ্য র্যাপ-এর তথ্য অনুযায়ী, স্কারলেট হলেন বিশ্বের সর্বোচ্চ আয়কারী প্রধান চরিত্রের অভিনেত্রী।

৪০ বছর বয়সী স্কারলেটের আয়র বড় অংশ এসেছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজ এবং ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ থেকে। ‘ব্ল্যাক উইডো’ চরিত্রে তাঁর অভিনয় করে প্রায় ৮.৭ বিলিয়ন ডলার আয় হয়েছে।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ ছবিতে তিনি অভিনয় করেছেন সাবেক সামরিক কর্মকর্তা জোরা বেনেটের ভূমিকায়। মাত্র ছয় দিনে ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ৩১৮ মিলিয়ন ডলার। ২০২৫ সালের মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে এটি দ্বিতীয় অবস্থানে রয়েছে।

বক্স অফিস বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট দ্য নাম্বার্স-এর তথ্য অনুযায়ী, প্রধান বা সহ-প্রধান চরিত্রে অভিনীত স্কারলেটের ছবিগুলোর মোট আয় ১৪.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর মধ্য রয়েছে মার্ভেল সিরিজের ‘আয়রন ম্যান ২’, অ্যানিমেটেড ‘সিং’ সিরিজ, যেখানে তিনি রকস্টার পোর্কুপাইন ‘অ্যাশ’ চরিত্রে কণ্ঠ দিয়েছেন।

এই অসাধারণ সাফল্য পেয়েছেন মাত্র ৩৬টি ছবির মধ্য দিয়ে, যা পেছনে ফেলেছে দীর্ঘ ক্যারিয়ারের স্যামুয়েল এল জ্যাকসন ও রবার্ট ডাউনি জুনিয়রকে। স্কারলেটের এই সাফল্য শুধুমাত্র তার নিজ ক্যারিয়ারের নয়, বরং সিনেমা ইতিহাসের এক নতুন অধ্যায় বলে বিবেচিত হচ্ছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

খবরের দেশ ডেস্কঃ গণপূর্ত অধিদপ্তরের পাঁচ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের এক স্থপতিকে বরখাস্ত করা হয়েছে। বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায়...