Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় আর নেই মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। সোমবার ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সে প্রকাশিত সর্বশেষ তালিকায় দেখা গেছে, ১২ হাজার ৪০০ কোটি ডলার সম্পদ নিয়ে এখন ১২তম স্থানে অবস্থান করছেন গেটস। আগে তার সম্পদ ছিল ১৭ হাজার ৫০০ কোটি ডলার। অর্থাৎ কমেছে প্রায় ৫ হাজার ১০০ কোটি ডলার।
ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক (৩৬ হাজার ১০০ কোটি ডলার)। এরপরই রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, ওরাকলের ল্যারি এলিসন, অ্যামাজনের জেফ বেজোস এবং মাইক্রোসফটের সাবেক সিইও স্টিভ বালমার।
একসময় যাদের উর্ধ্বতন ছিলেন গেটস, এখন তাদের অনেকের নিচেই অবস্থান তার। তার সাবেক অধঃস্তন বালমার এখন ৫ম স্থানে, গেটসের চেয়ে প্রায় ৫ হাজার কোটি ডলার সম্পদে এগিয়ে।
তবে বিশ্লেষকরা বলছেন, এই সম্পদ হ্রাসের পেছনে মূল কারণ গেটসের দানশীলতা। গেটস-মেলিন্ডা ফাউন্ডেশনের মাধ্যমে বিগত বছরগুলোতে স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তিখাতে বিপুল অর্থ অনুদান দিয়েছেন তিনি। করোনা মহামারির সময় টিকা গবেষণায়ও বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন গেটস।
২০০০ সালে মাইক্রোসফট ছাড়ার পর কোম্পানির প্রফিট শেয়ারিং নীতিতে পরিবর্তনের ফলে গেটস শেয়ারে অংশীদার ছিলেন না, যেটা বালমার পেয়েছেন। এরই ধারাবাহিকতায় বিল গেটস এখন শীর্ষ ১০ থেকে ছিটকে পড়েছেন—তবে মানবকল্যাণে অবদান রেখেই।