Your Ads Here 100x100 |
---|
ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন পৌরসভায় শহরভিত্তিক জলবায়ু অভিযোজন পরিকল্পনা নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ মে) সকালে পৌরসভা হলরুমে এই কর্মশালার আয়োজন করে ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম। কর্মশালাটি “বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট মাইগ্রেন্ট-ফ্রেন্ডলি টাউনস থ্রু লোকালি লেড অ্যাডাপটেশন (এলএলএ)” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান-উজ্জামান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, পৌরসভার প্রকৌশলী আব্দুস সাত্তার, পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন বাচ্চু, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইসরাত জাহান বনি এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম।
এছাড়া ব্র্যাকের প্রজেক্ট কো-অর্ডিনেটর শাহরিয়ার ফারহাদ, প্রকল্প টিমের সদস্য ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্টেকহোল্ডাররা অংশ নেন।
ব্র্যাক ও ICCCAD-এর প্রতিনিধিরা কর্মশালায় বোরহানউদ্দিন পৌরসভার জলবায়ু অভিযোজন পরিকল্পনার খসড়া উপস্থাপন করেন। অংশগ্রহণকারীরা পরিকল্পনা সম্পর্কে মতামত দেন এবং সর্বসম্মতিতে তা অনুমোদিত হয়।
সবাই আশাবাদ ব্যক্ত করেন, এ পরিকল্পনা বোরহানউদ্দিন পৌরসভাকে একটি জলবায়ু সহনশীল ও অভিবাসীবান্ধব শহর হিসেবে গড়ে তুলবে।